বার্তা প্রতিবেদক: লেনদেনের মন্দা কাটিয়ে চাঙ্গা হয়েছে পুঁজিবাজার। বিনিয়োগকারীদের ক্রয় প্রবণতায় দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সার্বিক মূল্যসূচক এরই মধ্যে ৬ হাজার ১০০ পয়েন্ট অতিক্রম করেছে।
লেনদেনের ঊর্ধ্বমুখী প্রবণতা বিগত ১ মাসে পুঁজিবাজারের ২৩টি কোম্পানির শেয়ার দর বেড়েছে ৫০ শতাংশের বেশি। এসময় ৪টি কোম্পানির শেয়ার ১০০ শতাংশের বেশি বেড়েছে।
তথ্য বিশ্লেষণে দেখা যায়, গত ২০ মে থেকে ২২ জুন পর্যন্ত ১ মাসে বাজারের লেনদেন হওয়া ওটিসি’র ৪ কোম্পানি ব্যতিত ৩৮৩টি কোম্পানি, ফান্ড ও বন্ডের লেনদেন হয়েছে। এর মধ্যে ৫০ শতাংশের বেশি দর বেড়েছে ২৩টি প্রতিষ্ঠানের। এর আগের মাসেও বাজারে বিমা খাতের আধিপত্য থাকলেও বিগত এক মাসে বাজারে উৎপাদন খাতের কোম্পানির শেয়ার দরের ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা গেছে।
৫০ শতাংশের বেশি দর বাড়া কোম্পানিগুলো হলো-সাফকো স্পিনিং, স্যালভো কেমিক্যাল, ফরচুন সুজ, কাট্টলি টেক্সটাইল, আলিফ ইন্ডাস্ট্রিজ, কপারটেক ইন্ডাস্ট্রিজ, গ্রীনডেল্টা ইন্স্যুরেন্স, খান বার্দাস পিপি ওভেন, রিলাইয়েন্স ইন্স্যুরেন্স, নিউ লাইন ক্লোথিং, আমান ফিড, সিএনএ টেক্সটাইল, পাইনিয়র ইন্স্যুরেন্স, এস আলম কোল্ড, আমান কটন ফেব্রিকস, প্রগতি ইন্স্যুরেন্স, ড্রাগন সুয়েটার, অ্যারামিট সিমেন্ট, মালেক স্পিনিং, মেট্রো স্পিনিং, রিং সাইন, আনোয়ার গ্যালভানাইজিং ও এস্কয়ার নিট কম্পোজিট লিমিটেড।
সাফকো স্পিনিং: আর্থিক অবস্থার তথ্য প্রকাশ করা প্রতিষ্ঠানগুলোর মধ্যে সবচেয়ে খারাপ অবস্থায় রয়েছে সাফকো স্পিনিং। প্রতিষ্ঠানটি চলতি হিসাব বছরের ৯ মাসে শেয়ারপ্রতি লোকসান করেছে ৪ টাকা ৩১ পয়সা। আগের হিসাব বছরও কোম্পানিটি বড় লোকসান করে। ২০১৯ সালের জুলাই থেকে ২০২০ মালের মার্চ পর্যন্ত ব্যবসায় শেয়ারপ্রতি লোকসান হয় ৩ টাকা ৮৫ পয়সা। অর্থাৎ কোম্পানিটির লোকসানের পাল্লা আগের বছরের একই সময়ের তুলনায় আরও ভারী হয়েছে। ধারাবাহিক লোকসানে থাকলেও গত ১ মাসে কোম্পানিটির শেয়ার দাম বেড়ে প্রায় ১৬৩.৯৫ শতাংশ। গত ২০ মে কোম্পানিটির শেয়ার দর ছিল ১১.৭ টাকা। ২২ জুন কোম্পানিটির শেয়ার ৩১ টাকায় লেনদেন সমাপ্ত হয়েছে।
TRADING CODE | 22-Jun-21 | 20-May-21 | difference | percentage |
SAFKOSPINN | 31 | 11.7 | 19.3 | 164.957265 |
SALVOCHEM | 33 | 13 | 20 | 153.8461538 |
FORTUNE | 48.4 | 21.8 | 26.6 | 122.0183486 |
KTL | 29.1 | 13.5 | 15.6 | 115.5555556 |
AIL | 43.8 | 23.7 | 20.1 | 84.81012658 |
COPPERTECH | 34.7 | 19.7 | 15 | 76.14213198 |
GREENDELT | 116.1 | 66.2 | 49.9 | 75.3776435 |
KBPPWBIL | 14.1 | 8.2 | 5.9 | 71.95121951 |
RELIANCINS | 103.3 | 60.3 | 43 | 71.31011609 |
NEWLINE | 29 | 17.1 | 11.9 | 69.59064327 |
AMANFEED | 53.7 | 32 | 21.7 | 67.8125 |
CNATEX | 4 | 2.4 | 1.6 | 66.66666667 |
PIONEERINS | 182.3 | 109.4 | 72.9 | 66.63619744 |
SALAMCRST | 35.7 | 21.7 | 14 | 64.51612903 |
ACFL | 48.3 | 29.4 | 18.9 | 64.28571429 |
PRAGATIINS | 112 | 69.6 | 42.4 | 60.91954023 |
DSSL | 18.9 | 11.9 | 7 | 58.82352941 |
ARAMITCEM | 49.6 | 31.7 | 17.9 | 56.46687697 |
MALEKSPIN | 28.8 | 18.7 | 10.1 | 54.01069519 |
METROSPIN | 20 | 13 | 7 | 53.84615385 |
RINGSHINE | 10.8 | 7.1 | 3.7 | 52.11267606 |
ANWARGALV | 185.5 | 122.1 | 63.4 | 51.92465192 |
ESQUIRENIT | 38.4 | 25.4 | 13 | 51.18110236 |
স্যালভো কেমিক্যাল: এক মাসের ব্যবধানে ওষুধ-রসায়ন খাতের কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ১৫৩.৮৪ শতাংশ। গত ২০ মে কোম্পানিটির শেয়ার দর ছিল ১৩ টাকা। ২২ জুন কোম্পানিটির সমাপনী শেয়ার দর ছিল ৩৩ টাকা। কোম্পানিটি গত ২৪ মে প্রগ্রেসিভ প্লান্টের কর্ন স্ট্রাসের বাণিজ্যিক উৎপাদন শুরু করেছে। সূত্র মতে, কোম্পানিটি কর্ন স্ট্রাচ ইউনিটটি কারখানায় সফলভাবে স্থাপন সম্পন্ন করেছে।
প্রসঙ্গত, তৃতীয় প্রান্তিকে (জানয়ারি-মার্চ,২১) স্যালভো কেমিক্যাল শেয়ার প্রতি আয় করেছে ১২ পয়সা। আর বছরের ৯ মাসে (জুলাই,২০-মার্চ,২১) আয় করেছে ৪২ পয়সা।
ফরচুন সুজ: ১ মাসের ব্যবধানে চামড়া খাতের তালিকাভুক্ত কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ১২২.০১ শতাংশ বা ২৬.৬ টাকা। ২০ মে কোম্পানটির শেয়ার দর ছিল ২১.৮ টাকা। ২২ জুন কোম্পানিটির শেয়ার ৪৮.৪ টাকায় সমাপনী লেনদেন হয়েছে।
ওএস/আরপি