নিজস্ব প্রতিবেদক: রাজস্ব ফাঁকি রোধে শুল্কমুক্ত সুবিধায় কাঁচামার আমদানি-রপ্তানির মনিটরিং জোরদার করতে চট্রগ্রামের ইপিজেডগুলোতে সিসি ক্যামেরার সংযোগ স্থাপন করতে চায় চট্রগ্রাম বন্ড কমিশনারেট।
জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সূত্রে এ তথ্য জানা গেছে।
চট্রগ্রাম বন্ডের কমিশনার এ কে এম মাহবুবুর রহমান স্বাক্ষরিত এক চিঠিতে বলা হয়েছে, চট্রগামের ইপিজেডে বেপজা মনিটরিং করার জন্য সিসি ক্যামেরা স্থাপন করেছে। আমদানি-রপ্তানির গাড়ী, ঠিকমতো শুল্কমুক্ত সুবিধায় আনা কাঁচামাল প্রবেশ করছে কি না তা সঠিকভাবে মনিটরিং করতে পারছেন না শুল্ক কর্মকর্তারা। তাই বেপজার সিসি ক্যামেরার এই সার্ভারের সঙ্গে সংযুক্ত হতে বেপজাকে অনুরোধ করেছে চট্রগ্রাম বন্ড কমিশনারেট।
ওএস/আরপি