বার্তা প্রতিবেদক: সপ্তাহের প্রথম কার্যদিবসে দিনের শুরু থেকে বিক্রয় চাপ অব্যাহত রয়েছে পুঁজিবাজারে। লেনদেন শুরুর প্রথম ২ মিনিটে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সার্বিক মূল্যসূচক কমেছে ২১.৯৫ পয়েন্ট।
রোববার সকাল ১০ টা ২ মিনিটের লেনদেন বিশ্লেষণে এ তথ্য জানা গেছে।
জানা যায়, লেনদেন শুরুর প্রথম দুই মিনিটেই ডিএসইতে ৪৮টি কোম্পানির দর বেড়েছে। পক্ষান্তরে দর কমেছে ১৩২টির ও দর অপরিবর্তিত ছিল ৪৫টি প্রতিষ্ঠানের। এসময় ডিএসইতে ৩৩ কোটি ৪০ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।
প্রথম দুই মিনিটের লেনদেন শেষে ডিএসই’র সার্বিক মূল্যসূচক ডিএসইএক্স কমেছে ২১.৯৫ পয়েন্ট। এসময় ডিএসইএস ও ডিএস-৩০ সূচক যথাক্রমে ৪.৭০ ও ০.১০ পয়েন্ট কমেছে।
বিক্রয় চাপ থাকলেও দর বৃদ্ধির শীর্ষে ছিল ডেফোডিলস কম্পিউটার, সিএনএ টেক্সটাইল, ইউনাইটেড ইন্স্যুরেন্স, হাইডেলবার্গ সিমেন্ট ও জেমিনি সি ফুড।
ওএস/আরপি