বার্তা প্রতিবেদক: সপ্তাহের তৃতীয় কার্যদিবসে মঙ্গলবার লেনদেন ও সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় চলছে লেনদেন। লেনদেনের শুরুর ২৫ মিনিটের ব্যবধানে বিক্রেতা সংকটে হল্টেড হয়েছে ৯ কোম্পানি।
মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিগুলো হলো-গ্লোবাল ইন্স্যুরেন্স, জিএসপি ফাইন্যান্স, গ্রিন ডেল্টা ইন্স্যুরেন্স, নর্দান ইন্স্যুরেন্স, এসিআই ফরমুলেশন, ফনিক্স ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়্যাল ফান্ড, ইমাম বাটন, পাইনিয়র ইন্স্যুরেন্স ও শ্যামপুর সুগার মিলস লিমিটেড।
মঙ্গলবার বিক্রেতা সংকটে হল্টেড হওয়া প্রত্যেকটি কোম্পানির দর বেড়েছে সাড়ে ৯ শতাংশের বেশি। এর মধ্যে গ্লোবাল ইন্স্যুরেন্স ও জিএসপি ফাইন্যান্সের দর বেড়ছে ১০ শতাংশ। এদিন উভয় কোম্পানির শেয়ার সার্কিট ব্রেকার স্পর্শ করেছে।
গ্লোবাল ইন্স্যুরেন্স: মঙ্গলবার লেনদেন শুরু প্রথম ২৫মিনিট শেষে ১০ শতাংশ দর বেড়ে সর্বোচ্চ ৫৩.৯ টাকায় লেনদেন হয়েছে গ্লোবাল ইন্স্যুরেন্স। এসময় কোম্পানিটির ১৪ লাখ ১২ হাজার ৮৩২টি শেয়ার লেনদেন হতে দেখা গেছে। এর আগের কার্যদিবসে কোম্পানিটির সমাপনী দর ছিল ৪৯ টাকা।
জিএসপি ফাইন্যান্স: আর্থিক খাতের কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ১০ শতাংশ। এদিন কোম্পানিটির প্রারম্ভিক দর ১৯ টাকা থাকলেও প্রথম ২৫মিনিটের লেনদেন শেষে কোম্পানিটির শেয়ার সর্বোচ্চ ২০.৯ টাকায় লেনদেন হতে দেখা গেছে। এসময় কোম্পানিটির ২১ লাখ ৪২ হাজার ১০৩টি শেয়ার লেনদেন হয়েছে।
গ্রিন ডেল্টা ইন্স্যুরেন্স: বিমা খাতের কোম্পানিটির শেয়ার ৯.৯৮৭ শতাংশ বেড়ে বিক্রেতা সংকটে হল্টেড হয়েছে। এসময় কোম্পানিটির শেয়ার ৭৪.১ টাকা থেকে বেড়ে ৮১.৫ টাকায় লেনদেন হতে দেখা গেছে।
ওএস/আরপি