বার্তা ডেস্ক: হঠাৎ বড় অঙ্কের শেয়ার লেনদেন হয়েছে দেশের জীবন বীমা খাতের কোম্পানি ডেল্টা লাইফ ইন্স্যুরেন্সের। সোমবার দুপুর দেড়টা পর্যন্ত এ কোম্পানির ১ কোটি ৫ লাখ ১৮ হাজার ৯৯২টি শেয়ার কেনাবেচা হয়েছে। এই সব শেয়ারই কেনাবেচা হয়েছে দিনের সার্কিট ব্রেকারের সর্বোচ্চ দরে।
বাজার সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, এক দশকে এ কোম্পানির এত বেশি শেয়ার একদিনে কেনাবেচার রেকর্ড নেই। যে দরে আজ শেয়ারটি কেনাবেচা হয়েছে, এটিও গত এক দশকের সর্বোচ্চ। খবর: সমকালের।
আজ ডেল্টা লাইফের ১ কোটি ৫ লাখ ৭২ হাজার ৮৯২টি শেয়ার ১২৯ টাকা ১০ পয়সা দরে মোট ১৩৬ কোটি ৪৯ লাখ টাকায় কেনাবেচা হয়েছে। সকাল ১০টায় লেনদেন শুরুর মাত্র ৩ মিনিটের মধ্যে এর প্রায় সবটাই কেনাবেচা হয়।
গত ৪ এপ্রিলও ডেল্টা লাইফের শেয়ার ৬২ টাকা দরে কেনাবেচা হচ্ছিল। অর্থাৎ তিন মাসেরও কম সময়ে শেয়ারটির দর দ্বিগুণ হল।
শেয়ারবাজার সংশ্লিষ্ট বেশ কয়েকটি নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, সমবায় অধিদপ্তরের ডেপুটি রেজিস্ট্রার আবুল খায়ের হিরো এবং তার অনুসারীরা লেনদেন হওয়া এ শেয়ারের সিংহভাগই কিনেছে।
অপর এক সূত্রে জানা গেছে, দেশ সেরা এক ক্রিকেটার এবং এনআরবিসি ব্যাংকের এক পরিচালকও এ শেয়ার কিনেছেন। ইউনাইটেড কমার্শিয়াল এবং সাউথইস্ট ব্যাংকের মালিকানাধীন ব্রোকারেজ হাউস থেকে এ শেয়ারের বড় অংশ কিনেছেন তারা।
শেয়ার বিক্রি করেছে রাষ্ট্রীয় মালিকানাধীন বিনিয়োগ প্রতিষ্ঠান ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ (আইসিবি)।
তবে আবুল খায়ের হিরো সংবাদ মাধ্যমের কাছে স্বীকার করেছেন, তিনি ৩৫ লাখ শেয়ার কিনেছেন। তার এক কাস্টমারও শেয়ার কিনেছে।
জানতে চাইলে প্রথমে তিনি বলেন, ‘আমিতো ভাবছিলাম, আমি না, আমার এক কাস্টমার বাই (ক্রয়) দিয়েছিল। আমি গতকাল (রোববার) কিনেছিলাম। আজ ২৫-৩০ লাখের মত পাইছি।’
সংশ্লিষ্ট সূত্র জানায়, আজ পূর্ব পরিকল্পনা অনুযায়ী লেনদেনের শুরুতেই সর্বোচ্চ দরে আইসিবি শেয়ার বিক্রির আদেশ বসায়। এর পর ওই দরেই সকাল ১০টায় লেনদেন শুরুর ৩ মিনিটের মধ্যে সিংগভাগ শেয়ার কেনাবেচা হয়েছে।
বেলা ১০টা ০২ মিনিটে ৮৫ লাখ ২৪ হাজার ৭৫০টি এবং ১০টা ০৩ মিনিটে ১৬ লাখ ৪২ হাজার ২৪০টি শেয়ার কেনাবেচা হয়।
ডেল্টা লাইফের পরিচালনা পর্ষদের (স্থগিত) সঙ্গে দ্বন্দের জেরে পর্ষদ স্থগিত বীমা নিয়ন্ত্রক সংস্থা আইডিআরএ গত ১১ ফেব্রুয়ারি এ কোম্পানিরই সাবেক কর্মকর্তা সুলতান-উল-আবেদীনকে প্রশাসক হিসেবে নিযুক্ত করে।
তবে সুলতান-উল-আবেদীনের বিরুদ্ধেই অনিয়মের অভিযোগ ওঠায় গত ৯ জুন তাকে প্রশাসক পদ থেকে সরিয়ে অবসরপ্রাপ্ত যুগ্ম সচিব মো. রফিকুল ইসলামকে নতুন প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
ওএস/আরপি