বার্তা পরিবেশক: বাজেট পরবর্তী সপ্তাহের প্রথম কার্যদিবসে বিক্রেতা সংকটে হল্টেড হয়েছে ৯ কোম্পানি। রোববার দুপুর পৌনে ২ টায় ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেন পর্যালোচনা করে এ তথ্য জানা গেছে।
কোম্পানিগুলো হলো- ফরচুন সুজ, আরএসআরএম স্টিল, রানার অটোমোবাইলস, বেক্সিমকো, অ্যাডভেন্ট ফার্মা, শাহিনপুকুর সিরামিক, কপারটেক, ডমিনোজ স্টিল ও আলিফ ইন্ডাস্ট্রিজ লিমিটেড।
রোববার সর্বোচ্চ ১০ শতাংশ দর বেড়ে বিক্রেতা সংকটে হল্টেড হয়েছে চামড়া খাতের ফরচুন সুজ। এসময় কোম্পানিটির শেয়ার দর সর্বশেষ ২৮.৬ টাকায় লেনদেন হয়েছে।
৯.৯৪৮ শতাংশ দর বেড়ে বিক্রেতা সংকটে হল্টেড হয়েছে আরএসআরএম স্টিল। কোম্পানিটির শেয়ার ১৯.১ টাকা থেকে বেড়ে ২১ টাকায় লেনদেন হয়েছে।
৯.৯২৪ শতাংশ দর বেড়ে বিক্রেতা সংকটে হল্টেড হয়েছে রানার অটোমোবাইল। এসময় কোম্পানিটির শেয়ার সর্বশেষ ৬০.৯ টাকায় লেনদেন হয়েছে।
ওএস/আরপি