শফিউল আলম: পুঁজিবাজারের বিদ্যুৎ ও জ্বালানি খাতের তালিকাভুক্ত খুলনা পাওয়ার কোম্পানির ২টি বিদ্যুৎ কেন্দ্রের ক্রয় চুক্তির মেয়াদ শেষ হওয়ায় কার্যক্রম বন্ধ করার নির্দেশ দিয়েছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন কর্তৃপক্ষ।
শুক্রবার (২১মে) কোম্পানির প্রকাশিত তথ্য সূত্রে জানা গেছে।
কোম্পানির প্রকাশিত তথ্য সূত্রে জানা যায়, সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে, খুলনা পাওয়ার কোম্পানির কেপিসি ইউনিট-২ ১১৫ মেগাওয়াট এবং কেপিসি ৪০ মেগাওয়াট নোয়াপাড়া প্লান্টের বিদ্যমান বিদ্যুৎ ক্রয় চুক্তির (পিপিএ) মেয়াদ যথাক্রমে ৩১ মে ২০২১ এবং ২৮ মে ২১ এ শেষ হতে চলেছে।
তদনুসারে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি) চিঠির মাধ্যমে কেপিসি ইউনিট ১১৫ মেগাওয়াট প্ল্যান্ট এবং কেপিসি ৪০ মেগাওয়াট নোয়াপাড়া প্ল্যান্টকে যথাক্রমে পহেলা জুন ২০২১ এবং ২৯ মে ২১ জুন থেকে বন্ধ করার নির্দেশ দিয়েছে। এসময় কোম্পানি জানায়, তবুও বিদ্যুৎ কেন্দ্রগুলোর পিপিএ নবায়নের চেষ্ঠা করছে তারা।
This is for information of all concerned that the tenure of existing power purchase Agreement (ppa) of KPC unit(।।) 115MW plant and kpc 40MW noapara plant of khulna power company Ltd. (KPCL) is going to expire on 31 may 2021 and 28 May 2021 respectively.
Accordingly Bangladesh Power Development Board (BPDB) has instructed by its Letter to shut down KPC unit(।।) 115 MW plant and KPC 40 MW Noapara Plant from 1 june 2021 and 29 May 2021 respectively. However, our persuasion for renewal of PPAs for the mentoned power plants is ongoing.
উল্লেখ্য, ২০১০ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানিটি বর্তমানে ‘এ’ ক্যাটাগরির আওতাভুক্ত। কোম্পানিটির অনুমোদিত মূলধণ ৭০০ কোটি টাকা। পরিশোধিত মূলধন ৩৯৭ কোটি ৪১ লাখ ৩০ হাজার টাকা। কোম্পানিটির সর্বমোট শেয়ারের ৬৯.৯৯ শতাংশ উদ্যোক্তা পরিচালকদের নিকট, ৯.২০ শতাংশ প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের নিকট, ০.৩০ শতাংশ প্রবাসী বিনিয়োগকারীদের নিকট ও ২০.৫১ শতাংশ সাধারণ বিনিয়োগকারীদের নিকট রয়েছে।
বৃহস্পতিবার (২০মে) কোম্পানিটির শেয়ার ১.৬৫ শতাংশ বা ০.৭ টাকা বেড়ে সর্বশেষ ৪৩ টাকায় লেনদেন হয়েছে। এদিন, কোম্পানিটির শেয়ার সর্বনিম্ন ৪২.৫ টাকা থেকে সর্বোচ্চ ৪৬ টাকায় লেনদেন হয়েছে।
আরপি/এসএ