বার্তা ডেস্ক: করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন বিশিষ্ট ব্যবসায়ী ও দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাবেক চেয়ারম্যান হেমায়েত উদ্দিন আহমেদ।
রাজধানীর ইবনে সিনা হাসপাতালে রোববার দিবাগত রাতে মৃত্যুবরণ করেন তিনি।
সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ডিএসই।
এতে বলা হয়, রাজধানীর ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পোস্ট কোভিড জটিলতায় মৃত্যুবরণ করেছেন ডিএসই’র সাবেক চেয়ারম্যান হেমায়েত উদ্দিন আহমেদ। কুমিল্লার বুড়িচং থানার রাজাপুর গ্রামে নিজ পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।
ওএস/আরপি