বার্তা প্রতিবেদক: বিনিয়োগকারীদের সক্রিয়তায় পুঁজিবাজারের লেনদেনের পালে হাওয়া লেগেছে প্রায় ১০ বছর পর। বুধবার দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেন ২ হাজার ৭০০ কোটি টাকা অতিক্রম করেছে।
লেনদেন ও সূচকের উত্থানের সাথে চাঙ্গা হয়েছে বাজারের অনেক কোম্পানির শেয়ার। গত ১ বছরের তথ্য পর্যালোচনা করে দেখা গেছে। বাজারের ৫টি কোম্পানির শেয়ার এসময়ে বিনিয়োগকারীদের ৫০০ শতাংশের বেশি মুনাফা দিয়েছে। যে দেশের যেকোন সেক্টরে বিনিয়োগ থেকে প্রাপ্ত রির্টানের তুলনায় অনেক বেশি।
বাজার সংশ্লিষ্টরা বলছেন, লেনদেনের চাঙ্গায় বিনিয়োগকারীদের মন ফুরফুরে হলেও সর্তক ভাবে মৌলভিত্তির কোম্পানির শেয়ারে বিনিয়োগ করা উচিত। নতুবা দীর্ঘমেয়াদে ক্ষতির কারণ হতে পারে।
৫ শতাংশের বেশি দর বাড়া কোম্পানিগুলো হলো- প্রভাতী ইন্স্যুরেন্স, বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স, বেক্সিমকো, এশিয়ান ইন্স্যুরেন্স ও পাইনিওয়র ইন্স্যুরেন্স লিমিটেড।
প্রভাতী ইন্স্যুরেন্স: ২০২০ সালে ৮ জুন ডিএসইতে প্রভাতী ইন্স্যুরেন্সের শেয়ার দর ছিল ১৯.৪ টাকা। বুধবার, ২০২১ সালে ৯ জুন কোম্পানিটির শেয়ার ১৯২.৩ টাকায় লেনদেন হয়েছে। অর্থাৎ এসময় কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ১৭২.৯ টাকা বা ৮৯১.২৩ শতাংশ।
TRADING CODE | 09-06-21 CLOSEP* | 09-06-20 CLOSEP* | Diffarance | Percentage |
PROVATIINS | 192.3 | 19.4 | 172.9 | 891.2371134 |
BNICL | 129.7 | 17.1 | 112.6 | 658.4795322 |
BEXIMCO | 93.4 | 13.5 | 79.9 | 591.8518519 |
ASIAINS | 103.2 | 17 | 86.2 | 507.0588235 |
PIONEERINS | 197.7 | 29.4 | 168.3 | 572.4489796 |
বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স: ২০২০ সালে ৮ জুন ডিএসইতে বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্সের শেয়ার দর ছিল ১৭.১ টাকা। বুধবার, ২০২১ সালে ৯ জুন কোম্পানিটির শেয়ার ১২৩.৭ টাকায় লেনদেন হয়েছে। অর্থাৎ এসময় কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ১১২.৬ টাকা বা ৬৫৮.৪৭ শতাংশ।
বেক্সিমকো: ২০২০ সালে ৮ জুন ডিএসইতে বেক্সিমকোর শেয়ার দর ছিল ১৩.৫ টাকা। বুধবার, ২০২১ সালে ৯ জুন কোম্পানিটির শেয়ার ৯৩.৪ টাকায় লেনদেন হয়েছে। অর্থাৎ এসময় কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ৭৯.৯ টাকা বা ৫৯১.৮৫ শতাংশ।
এছাড়া এশিয়া ইন্স্যুরেন্স: ২০২০ সালে ৮ জুন ডিএসইতে প্রভাতী ইন্স্যুরেন্সের শেয়ার দর ছিল ১৭ টাকা। বুধবার, ২০২১ সালে ৯ জুন কোম্পানিটির শেয়ার ১০৩.২ টাকায় লেনদেন হয়েছে। অর্থাৎ এসময় কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ৮৬.২ টাকা বা ৫০৭.০৫ শতাংশ।
ওএস/আরপি