বার্তা প্রতিবেদক: পুঁজিবাজারের তালিকাভুক্ত বিবিধ খাতের সিনোবাংলা ইন্ডাস্ট্রিজ লিমিটেডের পরিচালনা পর্ষদ প্রতি মাসে উৎপাদন ক্ষমতা ১৫০ মেট্রিকটন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিটির উৎপাদন ক্ষমতা বাড়ানোর জন্য একটি টেপ এক্সট্রুশন লাইন লুম মেশিন, নিডলি লুমস, ফিল্টার কর্ড, ওয়াটার চিলার মেশিন এবং একটি কাঁচামালের গুদাম তৈরি করবে।
এতে কোম্পানিটির ১৬ কোটি ৮১ লাখ ৫ হাজার টাকা ব্যয় হবে। এই অর্থ কোম্পানির নিজস্ব তহবিল এবং ব্যাংক লোন থেকে যোগান দেয়া হবে।
ওএস/আরপি