বার্তা প্রতিবেদক: ইউনিয়ন ইন্স্যুরেন্স লিমিটেডকে প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিওর) অনুমোদন দেওয়া হয়েছে।
বুধবার (২৩ জুন) পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) কোম্পানিটির আইপিওর অনুমোদন দেয়।
কোম্পানিটি ১০ টাকা অভিহিত মূল্যে এক কোটি ৯৩ লাখ ৬০ হাজার ৯০৪টি শেয়ার ইস্যুর মাধ্যমে ১৯ কোটি ৩৬ লাখ ৯ হাজার ৪০ টাকা উত্তোলন করবে।
উত্তোলিত অর্থ দিয়ে ইউনিয়ন ইনস্যুরেন্স লিমিটেড ফিক্সড ডিপোজিট, পুঁজিবাজারে বিনিয়োগ, ফ্লোর কেনা ও আইপিওর খরচ বাবদ ব্যয় করবে।
প্রসপেক্টাস অনুসারে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় বা ইপিএস ৯৩ পয়সা। গত বছরের ৩০ সেপ্টেম্বর কোম্পানিটির নিট সম্পদ মূল্য (এনএভি) ছিল ১৬ টাকা ২ পয়সা (সম্পদ পুনঃমূল্যায়নসহ)।
ওএস/আরপি